নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী ও আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা দিশায় চাকরী হতে অবসর গ্রহণ করায় পিয়ন পদে মো. সেকেন্দার আলীকে এককালীন বাইশ লক্ষ বাহাত্তর হাজার ঊনপঞ্চাশ টাকার চেক প্রদান করা হয়। আজ দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে মো. সেকেন্দার আলীর হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম. এ সালাম, নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম, উপ নির্বাহী পরিচালক এম. আর ইসলাম, সহকারী নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন, ওয়ারেশ আলী, জাহিরুল ইসলাম, সুমন মেহেদীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জনাব সেকেন্দার আলীর কর্মময় বর্ণিল জীবনের স্মৃতিচারণ করে সংস্থার প্রতি আনুগত্যতা, একাগ্রতা ও অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও সংস্থার পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।উল্লেখ্য, ১৯৯৮ সালের ৭ ফেব্রুয়ারী পিয়ন পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ৬০(ষাট) বছর বয়স পূর্তিতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে চাকরী হতে অবসর গ্রহণ করেন।চূড়ান্ত পাওনাদির হিসাবান্তে অদ্য সোমবার সংস্থার প্রধান কার্যালয়ে তার হাতে এ চেক প্রদান করা হয়।