আজাদীর কন্ঠ ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিয়াজ মালিথার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩মার্চ) ২২ রমজানে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত আমলা বাজারে রিয়াজ মালিথার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে আমলা বাজার এলাকার প্রায় দুই শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য; আমলার ঐতিহ্যবাহী মালিথা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও আমলা এলাকার সাধারণ সুবিধা বঞ্চিত মানুষদের বিপদের বন্ধু হিসেবে পরিচিত এ মালিথা পরিবার, মালিথা পরিবারের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিয়াজ মালিথা নিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ জনকল্যাণ মূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।এ জাতীয় কার্যক্রম চালানোর বিষয়ে রিয়াজ মালিথা বলেন, সমাজের অবহেলিত অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মুখে একটু হাসি ফোটাতে পারলে নিজের কাছে ভালো লাগে, আর এ ভালোলাগা থেকেই সবসময় চেষ্টা করি ওদের জন্য কিছু করতে,ওদের হাসিমাখা মুখে একটু দোয়া আমার কাছে অনেক কিছু,এসময় তিনি সমাজের সকল বিত্তশালী ব্যক্তিদের এসব বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।ইফতার ও দোয়া মাহফিলের শেষে আগত সকলকে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ হাতে তুলে দেন রিয়াজ মালিথা। সেইসাথে রিয়াজ মালিথা দেশবাসীর নিকট ও উপস্থিত অসহায় প্রতিবন্ধীদের নিকট তার স্ত্রীর সুস্থতার জন্য খাঁচকরে দোয়া চান।এদিকে ঈদ উপহার পেয়ে উপস্থিত সকলে রিয়াজ মালিথা ও তার পরিবারের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আমরা অনেক আনন্দিত ও খুশি।