আজাদীর কন্ঠ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা শাখায় সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২৪ মার্চ’২৫) ২৩রমজানে সোমবার কুমারখালি উপজেলার রংধনু রেস্তোরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালি উপজেলা শাখার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ডাক্তার মোহাম্মদ গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলার সভাপতি (ছদর) আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ বিন হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, সহ-সভাপতি শেখ মুহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতী মুজাম্মেল হক কাসেমী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নায়েবে আমীর মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং পবিত্র রোজা রাখার মাধ্যমে উন্নত চরিত্র ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, রমজানের রোজা মানুষের মধ্যে আত্মসংযম, চরিত্র গঠন এবং সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। তারা উল্লেখ করেন, রোজা পালনের সময় ব্যক্তিগত জীবনে সব ধরনের অপব্যবহার, মিথ্যাচার, ঝগড়া-বিবাদ পরিহার করতে হয়। এদিকে ইফতার মাহফিলে বক্তারা আন্তর্জাতিক বিষয়েও মন্তব্য করেন। তারা ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং রমজানের গুরুত্ব এবং মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। ইসলামি আন্দোলনের এই আয়োজনে এক উজ্জীবিত ও অনুপ্রাণিত পরিবেশ সৃষ্টি হয়, যেখানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং দেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একত্রে কাজ করার সংকল্প ব্যক্ত করা হয়। সর্বোপরি অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।