ধর্মীয় প্রতিবেদক: কুষ্টিয়ায় ৫০০ অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) সকালে কুষ্টিয়া ল’ কলেজ মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাড়াই’ এর আয়োজনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ‘একটু পাশে দাড়াই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম। এসমশ আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদল নেতা কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ প্রমুখ।