মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে বাগেরহাট জেলার ফকিরাহাট এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হয়েছে এবং অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১এপ্রিল) রাত আনুমানিক নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ফোন ট্রেকিং সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়া মিরপুর থানাধীন পোড়াদহ রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করে র্যাব।
উদ্ধারকৃত শিশু সিনথিয়া আহম্মেদ শিফা (৩) খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের কন্যা। গ্রেপ্তারকৃত অপহরনকারী আসামী নীলফামারী জেলার সদর থানা এলাকার দক্ষিণ পাড়া, চরচড়াবাড়ীয়া এলাকার মৃত হেদায়েতুল ইসলামের ছেলে মোঃ জীবন ইসলাম হৃদয় (২৫)। র্যাব জানায়, গত ১১ এপ্রিল ২০২৫ দুপুর আড়াইটার সময় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন শুভদিয়া এলাকা থেকে শিশু সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-৫৪৬, তারিখ ১১ এপ্রিল ২০২৫। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে অপহরনকারী শিশুটিকে নিয়ে কুষ্টিয়ায় পোড়াদহে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেপ্তার করে ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম জানান, ভিকটিমের পরিবারকে উদ্ধারের পরে সংবাদ প্রদান করা হয়েছে৷ তারা জানিয়েছেন বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। পরবর্তীতে অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।