• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত শিশু উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কুষ্টিয়ার রাজপথে ‘ইসলামি যুব আন্দোলন’ হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী স্বামী-স্ত্রীকে খুঁজছে পুলিশ চুরির অভিযোগে কুষ্টিয়ার রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলাদেশ নামের আগে ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দটির পরিবর্তন চেয়ে প্রস্তাব রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদের বাড়িতে গুলি মেহেরপুর সফরে লেখক: সাংবাদিক মুহাম্মদ রবীউল আলম সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ  কুষ্টিয়ায় ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ; ৪ দফা কর্মসূচি ঘোষণা ধর্ষণের শিকার শিশুর বসতঘর পুড়িয়ে দিলো ধর্ষকের ছেলে

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত শিশু উদ্ধার অপহরনকারী গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া : / ৪০ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে বাগেরহাট জেলার ফকিরাহাট এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হয়েছে এবং অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১এপ্রিল) রাত আনুমানিক নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ফোন ট্রেকিং সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়া মিরপুর থানাধীন পোড়াদহ রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করে র‍্যাব।
উদ্ধারকৃত শিশু সিনথিয়া আহম্মেদ শিফা (৩) খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের কন্যা। গ্রেপ্তারকৃত অপহরনকারী আসামী নীলফামারী জেলার সদর থানা এলাকার দক্ষিণ পাড়া, চরচড়াবাড়ীয়া এলাকার মৃত হেদায়েতুল ইসলামের ছেলে মোঃ জীবন ইসলাম হৃদয় (২৫)। র‍্যাব জানায়, গত ১১ এপ্রিল ২০২৫ দুপুর আড়াইটার সময় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন শুভদিয়া এলাকা থেকে শিশু সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-৫৪৬, তারিখ ১১ এপ্রিল ২০২৫। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে অপহরনকারী শিশুটিকে নিয়ে কুষ্টিয়ায় পোড়াদহে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেপ্তার করে ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম জানান, ভিকটিমের পরিবারকে উদ্ধারের পরে সংবাদ প্রদান করা হয়েছে৷ তারা জানিয়েছেন বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। পরবর্তীতে অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category