আজাদীর কন্ঠ ডেস্ক:
কুষ্টিয়া পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্সসহ কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে (থানা/ক্যাম্প/ফাঁড়ী/তদন্তকেন্দ্র) একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়।
কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন এবং সদর কেন্দ্রিক কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের (থানা/ক্যাম্প/ফাঁড়ী/তদন্তকেন্দ্র) ইফতার পুলিশ লাইন্স হতে বন্টন করা হয়।
সভাপতি উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অফিসার/ফোর্সের সহিত কুশল বিনিময় করেন। অতঃপর দেশ, জাতি ও বাংলাদেশ পুলিশের কল্যাণ কামনা করে মোনাজাত শেষে সকলে ইফতার মাহফিলে শরীক হন।