• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত আগামী প্রজন্মকে মেধা মননে আলোকিত করতে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে মাগুরার ধলহরায় বায়তুল হিকমাহ পাঠাগার উদ্ভোদন মাগুরায় চাউলিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপের মিলনমেলা অনুষ্ঠিত মসজিদে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে ৭ লাখ মুসলিম হত্যার মাধ্যমে এপ্রিল ফুলের সূচনা  ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ দেশবাসীর প্রতি ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীরের ঈদের শুভেচ্ছা অনেকটা হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড আদান প্রদান; এ প্রজন্ম জানেই না এর গল্প ইসলামী আন্দোলন ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের কেনাকাটা জমে উঠলেও বাড়তি দামে ক্রেতাদের ক্ষোভ

কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

এস.এম. জামাল উদ্দিন / ১২ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় (কেজিএস) শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে সারাদিন ব্যাপী নানান আয়োজন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করা হয়।”শুক্লা দ্বাদশীর প্রাতে সতীর্থদের সাথে আগমণীর অন্তরায় KGS মিলন মেলায়, আমরা সকলে একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে মিলনমেলায় ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সকল ব্যাচের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই মিলন মেলার মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং নতুন করে একত্রিত হওয়ার অভিজ্ঞতা সঞ্চালিত করেছে। আয়োজকদের আন্তরিক প্রয়াস অভিষিক্ত করেছে সবার মনে। যা ভবিষ্যতে আরো বৃহত্তর আয়োজনের ভিত্তি গড়ে দিবে, এমনই মন্তব্য করেছেন অংশগ্রহণকারী। একই সঙ্গে এই সম্প্রতির মেল বন্ধন সবাইকে ঐক্যবদ্ধ করবে বলেও মন্তব্য করেন তারা।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শামীমা আক্তার জাহান।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী নাদিরা খানমের সার্বিক তত্বাবধায়নে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলি আফরোজ ও রাশিদা বানুসহ আরো অন্যান্য শিক্ষকবৃন্দ।

১৯৯৫ ব্যাচের রুবানা শাহ বানু মিষ্টি, মাসুম আরা সুমন, ১৯৯৬ ব্যাচের ইসরাত জাহান মিতা, ইসরাত জাহান ববি, মিশু, রুমা, লুবনাসহ এস.এস.সি. ব্যাচ ১৯৯১ থেকে ১৯৯৯ এর শিক্ষার্থীগণ এ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনভর চলে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে গল্প আড্ডা আর গানের মধ্য দিয়ে দুপুরে মধ্যহ্নভোজ এবং পরন্ত বিকেলে বিদায়ী শিক্ষকদের সম্মাননা উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category