আজাদীর কন্ঠ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় কুষ্টিয়ার পৌর ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯শে রমজান (২০ মার্চ) বৃহস্পতিবার বিকেলে ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্তিত ছিলেন কুষ্টিয়া শহর বিএনপি’র সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সহ সমন্নয়ক জিল্লুর রহমান জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আজগার আলী খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন তাজিম উদ্দিন, দোয়া পরিচালনা করেন মঙ্গলবাড়িয়া পুরাতন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুল হক। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অত্র ইফতার ও দোয়া মাহফিলে ১৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারন জনগন অংশগ্রহন করেন।