আজাদীর কন্ঠ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২১ রমজান শনিবার (২২মার্চ) মঙ্গলবাড়িয়া বাজারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ড আমীর মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড ইউনিট সভাপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের সার্বিক সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্য পরিষদ সদস্য আমীর মোহাম্মদ এনামুল হক।
এসময় ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, সাওম পালন উন্নত চরিত্র ও আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাওম পালনের সময় লোভ-লালসা, পাপাচার, মিথ্যাচার, ঝগড়া-বিবাদ, ত্যাগ করতে হয়। অশ্লীল কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকতে হয়। এতে ব্যক্তি চরিত্র যেমন উন্নত হয়, তেমনি সুন্দর সমাজ গঠনেও সহায়ক হয় ।এছাড়াও ইফতার মাহফিলে বক্তারা ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদ জানান এবং রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনার পাশাপাশি সৌহার্দ্যের সম্পর্কে অটল থেকে দেশকে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সর্বোপরি দোয়া ও মোনাজাত পরিচালনা ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।