আজাদীর কন্ঠ ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে অব্যাহত উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। শুক্রবার (২১ মার্চ) জুমআর নামাজ পড়ে কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মিছিলটি কুষ্টিয়া শহরের এনএসরোড, বক চত্বর, পাঁচ রাস্তার মোড়, মজমপুর প্রদক্ষিণ করে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সামনে এসে গণজমায়েত অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার এর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়ার ওলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় ইসলামি আন্দোলন কুষ্টিয়ার ব্যানারে নেতাকর্মী ও সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণ নানান স্লোগান দেন। ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার পাশে’, ‘ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান’, ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ সহ বিভিন্ন স্লোগান দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কর্মীরা । সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী।তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে।এসময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা।