আজাদীর কন্ঠ ডেস্ক: ফিলিস্তিনে ইসরাঈলী বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচি’ত হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২০রমজান (২১মার্চ) শুক্রবার জুমআর পড়ে কুষ্টিয়া বড় বাজার মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া শহর ও জেলা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। বড় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভায় এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরে কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ সেলিম রেজা ও জেলা সভাপতি খাজা আহমেদ। এসময় বক্তারা ফিলিস্তিনে ইসরাঈলী বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচি’ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।