আজাদীর কন্ঠ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই গেছে।শুক্রবার (২১মার্চ) ভোর রাতে ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ৪টি বাড়ির ১০টি রুম, নগদ টাকাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ৪টি পরিবার সর্বস্ব হারিয়ে পথে বসেছে।জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামে শান্তিপাড়া এলাকায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে মোহাম্মদ নুরুজ্জামানের বাড়িতে নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, একটি রান্না ঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল হোসেনের ৩টি রুম, একটি রান্নাঘর, ১টি ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মোহাম্মদ বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, একটি ফ্রিজ, একটি গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মোহাম্মদ কামাল হোসেনের একটি রুম, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৪টি বাড়ির ১০টি রুম নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।এবিষয়ে মোহাম্মদ কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিস পৌঁছেতে দেরী হওয়ায় ততক্ষণে পরিবারগুলোর বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের টিম আরো একটু আগে পৌঁছালে হয়ত ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো।