বিশেষ প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় চাউলিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ এর সেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ ইং: অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ১লা এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় মাগুরা সদর উপজেলার মুছাপুর বাজার (গোবিন্দপুর) হোসেনিয়া দাখিল মাদ্রাসা ময়দানে চাউলিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের কার্য নির্বাহী সদস্য প্রভাষক হাফেজ মাওলানা আকরাম হোসাইন আরজুর পরিচালনায় এবং বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি এস,এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক ইমদাদুল হক মঞ্জু, অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির,শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুসাপুরী ও চাউলিয়া আল মুঈন ইসলামি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাজী জাবের তাজাল্লাহ প্রমুখ। এছাড়াও বক্তব্য রূখেন বরেণ্য শিক্ষাবিদ ও মাগুরার বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী সমন্বয়ক মুফতী ফরীদ উদ্দীন আবরার, তাসের আলী, মুহাম্মদ মাসুদুর রহমান,সংগঠনের সদস্যসচিব মুফতি মাসরুর ফরাজি সহ কার্য নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৫ শত রেজিষ্ট্রেশন কৃত সদস্য দের নিয়ে উম্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টের খেলার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং কার্য নির্বাহী পরিষদের সদস্যদের সামাজিক বিভিন্ন অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সর্বশেষ দেশের আলোচিত ওয়ায়েজ নও-মুসলিম মাওলানা আব্দুর রহমান জামির সংক্ষিপ্ত দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।