বিশেষ প্রতিনিধি: মাগুরা ধলহরা বায়তুল হিকমাহ পাঠাগার উদ্ভোদন করা হয়েছে। গতকাল ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব ধলহরা পশ্চিম পাড়া ঈদগাহ জামে মসজিদে বায়তুল হিকমাহ পাঠাগারের উদ্ভোদন উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম হোসাইন আরজুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সমাজে পাঠাগারের প্রয়োজনীয়তা বিষয়ে মাগুরা জেলার বরেণ্য উলামায়ে কেরাম ও শিক্ষাবিদণন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এসময় বক্তব্য পেশ করেন,আল জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম কালুপাড়া মাদ্রাসা মাগুরা এর মুহতামিম শায়েখ মনিরুজ্জামান, ধলহরা দারুল উলুম মাদ্রাসা এর মুহতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা,জুগিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা মুহতামিম ও ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসা কুষ্টিয়া এর শায়খুল হাদীস মুফতী ফরীদ উদ্দীন আবরার, মারকাজুল ইমামিল আজম দারুল ইফতা ঢাকা এর মুহতামিম মুফতী শারাফাতুুল্লাহ মাজহারী, পাবনা জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা এর শায়খুল হাদীস মুফতী শাখাওয়াতুল্লাহ হাবিবী,বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুহাম্মদ সেলিম ও বিশিষ্ট সমাজ সেবক এবং চাউলিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ এর প্রধান সমন্বয়ক জনাব ইমদাদুল হক মঞ্জু সহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ধলহরা এলাকার জনসাধারণের একাংশ।