আজাদীর কন্ঠ ডেস্ক: বিংশ শতাব্দীর মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও ইসলাহি সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ এর পক্ষ থেকে পবিত্র রমজানে রহমত, মাগফিরাত ও নাজাত—এই তিন দশকে তিনটি তিন দিনব্যাপী অনলাইন দাওয়াহ প্রশিক্ষণ কোর্স ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।কোর্সগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ও মাকাসিদ ইনস্টিটিউটের পরিচালক ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী এবং সমন্বয় করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের দাওয়াহ সমন্বয়ক মুফতী কামরুল হাসান নেছারী। প্রশিক্ষণে দাওয়াহ পরিচিতি, দাওয়াহ কার্যক্রমের মৌলিক নীতিমালা, আধুনিক সমাজে ইসলামের দাওয়াত পৌঁছানোর কৌশল এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার দিকনির্দেশনা প্রদান করা হয়।
কোর্সগুলোতে প্রশিক্ষণ প্রদান করেন—
ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মুফতি মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মুশাহিদ আলী চমকপুরী, মুফতি রবিউল হক, মুফতী কামরুল হাসান নেছারী, মুফতি আইয়ুব নদভী প্রমুখ।
প্রশিক্ষণে যেসব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল— দাওয়াহ বিজ্ঞান: পরিচয় ও ইতিহাস; দাওয়াহ: উসূল, উসলূব ও মানহাজ; আল-কুরআনে নবীদের দাওয়াত পদ্ধতি; দাঈ’র যোগ্যতা ও গুণাবলী; দাওয়াহ ও মনোবিজ্ঞান; দাওয়াহ’র আধুনিক মাধ্যম ও উপকরণসমূহ; দাওয়াহ’র পথে অভ্যন্তরীন ও বহিরাগত বাঁধাসমূহ; দাওয়াহ’র ক্ষেত্রে আধুনিক মিডিয়া ও তথ্য-প্রযুক্তির ব্যবহার; দাওয়াতের নববী পদ্ধতি ও আধুনিক ইসলামী রাজনীতি; ইসলাম ও অন্যান্য ধর্মের মাঝে তুলনামূলক বিশ্লেষণ; চিন্তাগত ধর্মান্তরের ফিতনা ও তার প্রতিরোধ; আধুনিক ফিরাকে বাতিলা ও তাদের আকীদা-বিশ্বাস; ঈমান বিরোধী আধুনিক পশ্চিমা মতবাদ ও চিন্তাদর্শনসমূহ; প্রাচ্যবাদ ও বিশ্বায়নের আগ্রাসন: মোকাবিলার পদ্ধতি; অমুসলিমদের প্রতি দাওয়াত: গুরুত্ব ও পদ্ধতি; দাওয়াহ ও মাকাসিদুশ শরীআহ এবং আধুনিক প্রেক্ষাপটে দাওয়াতের পথ ও পদ্ধতি ইত্যাদি।
দাওয়াহ প্রশিক্ষণ গ্রহণকারী একজন মুফতি আহসানুল হক প্রশিক্ষণ সম্পর্কে তার রিভিউতে বলেন—
“আমি কিছু দিন ধরে এমন একটি দাওয়াহ প্রশিক্ষণ কোর্স খুঁজছিলাম যা অনলাইনে হবে এবং প্রশিক্ষকগণ হবেন যোগ্য আলেম ও উম্মাহ্ দরদী দাঈ। আলহামদুলিল্লাহ, আমি পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের প্রশিক্ষণে তা পেয়েছি। যারা কষ্ট ও শ্রম দিয়ে এই দাওয়াহ প্রশিক্ষণের আয়োজন করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আল্লাহ তাআলা তাদেরকে উম্মাহর সার্থে এ রকম চমৎকার আয়োজন আরো বেশি করে করার তাওফিক দান করুন। আমীন।”
কোর্স সমন্বয়ক মুফতী কামরুল হাসান নেছারী বলেন—
“এই কোর্সগুলো সুন্দরভাবে সফল হওয়ায় আমরা উজ্জীবিত হয়েছি। সামনে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অনলাইন দাওয়াহ প্রশিক্ষণ কোর্স প্রতি মাসে অফার করা হবে ইনশাআল্লাহ। যাতে বেশি বেশি দাঈ তৈরি করা যায়।”
কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।