আজাদীর কন্ঠ ডেস্ক:
কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ্য থেকে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৮রমজান (২৯মার্চ২০২৫) শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পৌর ১৬নং ওয়ার্ড বাড়াদী ঈদগাঁহ মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয় সংলগ্ন ময়দানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শতাধিক অসহায়দের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত বক্তা ও আয়োজকরা বলেন
আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র চায় দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা।