আজাদীর কন্ঠ ডেস্ক:
সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড বাড়াদী এলাকায় মোহাম্মদ আসাদুল্লাহ হাদীর পরিচালনায় বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী পাঠাগারের নিজস্ব কার্যালয় সংলগ্ন ময়দানে শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও কামরুজ্জামান কামুর সঞ্চালনায় পবিত্র কুরআন শরিফ থেকে তেলওয়াত ও ফিলিস্তিনিদের পক্ষ্যে প্রতিবাদ জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী কুষ্টিয়ার সভাপতি একেএম আশরাফুল ইসলাম লিটন,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিউল হাসান অপু,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতী শামছুর রহমান আজাদী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ আলী, উপদেষ্টা ইউনুস আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফেরাম কুষ্টিয়ার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মকুল। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সর্বপোরি দোয়া ও মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদরের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ।